
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : গুন্ডাগিরি কোনও অবস্থাতেই বরদাস্ত নয়, স্পষ্ট বার্তা দিলেন রাজ্যপাল ডঃ সি ভি আনন্দ বোস। বুধবার দুপুরে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের ২২ নম্বর প্ল্যাটফর্মে পৌঁছন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেখানেই তিনি বলেন, রাজ্যে কোনও অবস্থাতেই গুন্ডাগিরি বরদাস্ত নয়।
গত রবিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ চলাকালীন এক ননভেজ প্যাটিস বিক্রেতাকে বেধড়ক মারধর করে।বেশ কয়েকজন যুবক। সেই ছবি ভাইরাল হয়। এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, এ বিষয়টি তিনি জরুরি ভিত্তিতে দেখবেন। রাজ্যে কোনও গুন্ডাগিরি বরদাস্ত করা হবে না। পুলিশ তদন্ত করে দেখুক।
এদিকে, উত্তর ২৪ পরগনার খড়দহে এক বিএলও-র বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। বিএলও-দের কি কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা দরকার? এই প্রসঙ্গে রাজ্যপাল বলেন আমাকে পুরোপুরি এই বিষয়ে কর্তৃপক্ষের কাছ থেকে খোঁজখবর নিতে দিন। তারপর আমি প্রশাসনকে যা নির্দেশ দেওয়ার দেব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ