মন্ত্রী কৌশিকের উপস্থিতিতে ডালমিয়া ভারতের হাতে উমরাংসোর চুনাপাথর ব্লক
হাফলং (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে উমরাংসোর বড় লোখিনডং গ্রামে অবস্থিত উত্তর বড় লোখিনডং চুনাপাথর ব্লকটি ডালমিয়া ভারত লিমিটেডের কাছে নিলামে তোলা হয়েছে। আজ বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অন
উমরাংসোর উত্তর বড় লোখিনডং চুনাপাথর ব্লকে মন্ত্রী কৌশিক রায় এবং এনসিএইচএসি-র সিইএম দেবোলাল গার্লোসা


হাফলং (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : রাজ্যের খনি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী কৌশিক রায়ের উপস্থিতিতে উমরাংসোর বড় লোখিনডং গ্রামে অবস্থিত উত্তর বড় লোখিনডং চুনাপাথর ব্লকটি ডালমিয়া ভারত লিমিটেডের কাছে নিলামে তোলা হয়েছে।

আজ বুধবার এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী কৌশিক রায় বলেন, এই প্রকল্প ভারতের দ্রুততম এলওআই টু-অপারেশন প্রকল্পে পরিণত হয়েছে এবং মাত্র ৯ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যক্ষমতার মর্যাদা অর্জন করেছে। মন্ত্রী বলেন, অসাধারণ এই সাফল্য কেবল মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বের জন্য সম্ভব হয়েছে।

আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য দেবোলাল গার্লোসা, পরিষদের কার্যনির্বাহী সদস্য শ্রী সামসিং, রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অজয় তিওয়ারি, ডিজিএম পরাগমণি মহন্ত এবং অতিরিক্ত সচিব (খনি) প্রাণজিৎ ওয়ারি।

দেবোলাল গার্লোসা বলেন, এই প্রকল্পটি ডিমা হাসাও জেলার জন্য উন্নয়নের নতুন পথ খুলে দেবে, শিক্ষিত বেকার যুবকদের আর কর্মসংস্থানের জন্য জেলার বাইরে যেতে হবে না এবং এটি সামগ্রিক উন্নয়নে অবদান রেখে যথেষ্ট পরিমাণে উত্তর কাছাড় পার্বত্য পরিষদের জন্য রাজস্ব তৈরি করার পাশাপাশি জেলায় শিল্প উন্নয়নের অগ্রগতি ত্বরান্বিত করার জন্য মুখ্যমন্ত্রীর দৃষ্টিভঙ্গি এবং প্রতিশ্রুতির জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন দেবোলাল গার্লোসা।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande