
হাফলং (অসম), ১০ ডিসেম্বর (হি.স.) : অসম আন্দোলনে আত্মবলিদানকারী শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে ডিমা হাসাও জেলা প্রশাসন। ১৯৭৯ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত অসম আন্দোলনের শহিদদের শ্রদ্ধাঞ্জলি জানাতে আজ বুধবার সমগ্র রাজ্যজুড়ে শহিদ দিবস পালন করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে আজ ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে হাফলঙে জেলা কমিশনার কার্যালয়ের কনফারেন্স হল-এ শহিদ দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের উপ-সচিব, অতিরিক্ত জেলা কমিশনার, বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে, পুষ্পস্তবক অর্পণ করা হয় অসম আন্দোলনে প্রাণ বলিদানকারী শহিদদের উদ্দেশে। শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে জেলা কমিশনার মুনীন্দ্রনাথ নাগাতে বলেন, অসম আন্দোলনের সময় প্রাণ হারানো ৮৬০ জন শহিদকে স্মরণ করার জন্য প্রতিবছর শহিদ দিবস পালন করা হয়। তিনি বলেন, অসম আন্দোলন অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন কর্তৃক পরিচালিত একটি গণ-আন্দোলনে অবৈধ অভিবাসীদের শনাক্তকরণ এবং নির্বাসনের দাবিতে হয়েছিল। ১৯৮৫ সালে অসম চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই আন্দোলনের সমাপ্তি ঘটে।
জেলা কমিশনার বলেন, এই দিনটি আমাদের অসমিয়া পরিচয় সংরক্ষণের জন্য প্রদত্ত ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয় এবং রাজ্যজুড়ে নাগরিক চেতনা এবং ঐক্যকে অনুপ্রাণিত করে চলেছে।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব