মনরেগা সংঘর্ষ সমিতির ডাকে ১০০ দিনের কাজ চালুর দাবীতে বাঁকুড়ায় পথ অবরোধ
বাঁকুড়া, ১০ ডিসেম্বর (হি. স.) : সাম্প্রতিক রাজ্যে ১০ টি খেতমজুর সংগঠন মিলিত ভাবে গঠন করেছে মনরেগা সংঘর্ষ মোর্চা। এই মোর্চার ডাকে বুধবার সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার কেরানিবাঁধে বিষ্ণুপুর -দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক কৃষি মজুর। মোর
মনরেগা সংঘর্ষ সমিতির ডাকে ১০০ দিনের কাজ চালুর দাবীতে বাঁকুড়ায় পথ অবরোধ


বাঁকুড়া, ১০ ডিসেম্বর (হি. স.) : সাম্প্রতিক রাজ্যে ১০ টি খেতমজুর সংগঠন মিলিত ভাবে গঠন করেছে মনরেগা সংঘর্ষ মোর্চা। এই মোর্চার ডাকে বুধবার সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার কেরানিবাঁধে বিষ্ণুপুর -দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ করে শতাধিক কৃষি মজুর। মোর্চার পক্ষে বাবলু ব্যনার্জী বলেন রাজ্যে প্রায় ৪ বছর ধরে চুরির অজুহাতে ১০০ দিনের কাজ বন্ধ রেখেছে কেন্দ্রীয় সরকার। কলকাতা হাইকোর্ট তার রায়ে ১ লা আগস্ট থেকে রাজ্যে কাজ চালু করার নির্দেশ দেন। এর বিরুদ্ধে কেন্দ্ররীয় সরকার সুপ্রিম কোর্টে যায় - সেখানেও সুপ্রিম কোর্ট তাদের রায়ে জানিয়ে দেয় অবিলম্বে ১০০ দিনের কাজ চালু করতে হবে । অপরদিকে রাজ্য সরকার বলেছিল আমরা কর্মশ্রী প্রকল্পে ৫০ দিনের কাজ দিব। তারও কোন দেখা নেই । তাই পথ অবরোধ । আমাদের দাবি -কেন্দ্র - রাজ্য বুঝি না / কাজ চাই -কাজ দাও। কোর্টের রায় মেনে অবিলম্বে রাজ্যে ১০০ দিনের কাজ চালু করো। এই একি দাবিতে আগামী ২৩ ডিসেম্বর হাজার হাজার কৃষি মজুর রাজ ভবন অভিযান করবে তাতেও কাজ চালু না হলে নতুন বছরের প্রথমেই রেল থেকে শুরু করে কেন্দ্রীয় দফতর গুলো অবরোধ করা হবে। সমগ্র কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে বক্তব্য রাখেন সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির পক্ষে বাবলু ব্যানার্জী ও রাম নিবাস বাস্কে,সারা ভারত খেতমজদুর ও গ্রামীণ শ্রমজীবী ইউনিয়নের পক্ষে সাগর বাদ্যকার, ভারতীয় খেতমজুর ইউনিয়নের পক্ষে সর্বানী সিনহা ও সঞ্জু বরাট, সংযুক্ত কিষাণ সভার স্বপন শর্মা, পশ্চিমবঙ্গ খেত মজুর সমিতির সোমনাথ বাস্কে, এছাড়াও উপস্থিত ছিলেন শহরের শ্রমিক নেতা ভাস্কর সিনহা ও প্রতীপ মুখার্জী।

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande