


দিল্লির মুখ্যমন্ত্রী ও আরএসএস-এর সর্বভারতীয় কার্যনির্বাহী সদস্য ইন্দ্রেশ কুমার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন
নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রতিষ্ঠার শতবর্ষ উপলক্ষ্যে হিন্দুস্থান সমাচার-এর পক্ষ থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা নাগাদ দিল্লির ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের সভাঘরে সামাজিক-সাংস্কৃতিক চেতনা এবং আরএসএস-এর ওপর একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই অনুষ্ঠানের মূল লক্ষ্য হল, দেশে সামাজিক ও সাংস্কৃতিক চেতনা জাগ্রত করা এবং সমাজের সামনে আরএসএসের অবদান তুলে ধরা। হিন্দুস্থান সমাচারের আঞ্চলিক সম্পাদক ডঃ রাজেশ তিওয়ারি বুধবার বলেন, প্রধান অতিথি হিসেবে থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হিন্দুস্থান সমাচারের গ্রুপ সম্পাদক এবং ইন্দিরা গান্ধী জাতীয় শিল্পকলা কেন্দ্রের চেয়ারম্যান রাম বাহাদুর রায়। হিন্দুস্থান সমাচার গ্রুপের চেয়ারম্যান অরবিন্দ ভালচন্দ্র মার্ডিকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ডঃ তিওয়ারি বলেন, মূল বক্তা, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)- র সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইন্দ্রেশ কুমার, আধুনিক সমাজে সাংস্কৃতিক চেতনা এবং সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব সম্পর্কে নিজের মতামত তুলে ধরবেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা, প্রধান অতিথি হিসেবে, সামাজিক সচেতনতা এবং তরুণ সমাজের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির ওপর আলোকপাত করবেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন ইসকন বেঙ্গালুরুর সহ-সভাপতি ভারতর্ষভ দাস।
অনুষ্ঠানের সমন্বয়কারী ডঃ তিওয়ারি বলেন, সঙ্ঘের শতবর্ষ যাত্রা সংগ্রাম, সেবা, নিষ্ঠা, সংগঠন এবং মূল্যবোধে পরিপূর্ণ। সঙ্ঘ বিশ্বাস করে ভারতীয় সংস্কৃতির অন্তর্নিহিত উপাদানগুলি দেশ গঠনের জন্য যথেষ্ট। সঙ্ঘের লক্ষ্য হল সাম্য ও ভ্রাতৃত্বের সমাজ তৈরি করা। সঙ্ঘ বিশ্বাস করে, প্রতিটি ব্যক্তিরই নিজস্ব দেশকে কোন দিকে নিয়ে যেতে চান এবং এতে তাঁদের অবদান কী তা বোঝা উচিত। সঙ্ঘ নিজস্ব স্বয়ংসেবকদের ভারতের অনুভূতি দিয়ে অনুপ্রাণিত করে এবং তাদের নিঃস্বার্থ কাজ এবং নিঃস্বার্থ সেবা শেখায়। জীবনে আধ্যাত্মিকতাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমেই এই সবকিছু সম্ভব বলে মনে করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ