ভোটকেন্দ্র চিহ্নিতকরণে গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন
কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের এসআইআর চলাকালীন নতুন ভোটকেন্দ্র চিহ্নিতকরণে জেলা নির্বাচন আধিকারিকদের গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিল্লির কমিশন কর্তারা কড়া চিঠি পাঠিয়েছেন কলকাতায়। কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে জানা
ভোটকেন্দ্র চিহ্নিতকরণে গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন


কলকাতা, ১০ ডিসেম্বর (হি.স.) : পশ্চিমবঙ্গের এসআইআর চলাকালীন নতুন ভোটকেন্দ্র চিহ্নিতকরণে জেলা নির্বাচন আধিকারিকদের গড়িমসিতে চরম অসন্তুষ্ট নির্বাচন কমিশন।

এ ব্যাপারে দিল্লির কমিশন কর্তারা কড়া চিঠি পাঠিয়েছেন কলকাতায়।

কমিশনের তরফে আগেই চিঠি দিয়ে জানানো হয়েছিল, কোনও বুথে ১২০০-র বেশি ভোটার থাকলে নতুন বুথের প্রয়োজন। এমনকী বহুতল, হাউজিং সোসাইটি, কলোনি, গেটেড কমিউনিটি, স্লাম— এসব জায়গায় উপযুক্ত কমন এরিয়া বা একতলায় ঘর থাকলে সেখানে বুথ করার নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্যের জেলায় কমিশনের ওই নির্দেশকে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।

এ ব্যাপারে বুধবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন আধিকারিককে উদ্দেশ্য করে কমিশন একটি কড়া চিঠি পাঠিয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে— “কোনও জেলার তরফে নতুন ভোটকেন্দ্রের প্রস্তাব এখনও কমিশনে আসেনি।”

কেন গুরুত্বপূর্ণ এই কাজে গড়িমসি, আগামি ৩১ ডিসেম্বরের মধ্যে তার কৈফিয়তও চাওয়া হয়েছে কমিশনের তরফে। চিঠিতে পরিষ্কারভাবে বলা হয়েছে, নতুন বুথ তৈরির প্রয়োজনীয়তার কথা আগেই উল্লেখ করা হয়েছিল। কিন্তু রাজ্যের জেলাগুলি সেই নির্দেশ মানেনি।

প্রসঙ্গত, আগামিকাল বৃহস্পতিবারই শেষ হচ্ছে এনুমারেশন আবেদনপত্র কমিশনের ওয়েবসাইটে নথিভূক্তিকরণের সময়সীমা। ১৬ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। তার আগে দিল্লির কড়া মনোভাবে সিঁদুরে মেঘ দেখছে রাজ্যের শাসক দলের একাংশ।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande