মুখবন্ধ খামে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে জমা পড়ল এসএসসি দুর্নীতির তালিকা
কলকাতা, ১০ডিসেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টের এজলাসে বুধবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মামলাকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়। আদালতের পরিবেশ ছিল রীতিমতো থমথমে এবং বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ লক্ষ্য করা যায়।
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ১০ডিসেম্বর (হি.স.): কলকাতা হাইকোর্টের এজলাসে বুধবার স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মামলাকে কেন্দ্র করে নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয়। আদালতের পরিবেশ ছিল রীতিমতো থমথমে এবং বাদী ও বিবাদী পক্ষের আইনজীবীদের মধ্যে তীব্র বাদানুবাদ লক্ষ্য করা যায়।

বিশেষ করে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং ‘নট স্পেশালি ফাউন্ড টু বি টেইনটেড’ অর্থাৎ যাদের বিরুদ্ধে দুর্নীতির সরাসরি প্রমাণ মেলেনি, তাদের তালিকা প্রকাশ নিয়েই মূলত এই বাকবিতণ্ডার সূত্রপাত হয়।

আজকের শুনানিতে মূলত আইটেম নম্বর ৭ এবং ৯ ছিল আলোচনার কেন্দ্রে। একদিকে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশে কমিশন ইতিমধ্যেই যোগ্য ও অযোগ্যদের তালিকা পৃথক করেছে। কিন্তু সমস্যা ঘনীভূত হয় একাদশ দ্বাদশ শ্রেণীর নিয়োগ নিয়ে। মামলাকারীদের দাবি ছিল, অবিলম্বে সেই সমস্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হোক যাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ নেই।

প্রশ্ন ওঠে যে প্যানেলের মেয়াদ শেষের পরে যাদের নিয়োগ দেয়া হয়েছে তারা যোগ্য না অযোগ্য? সেই বিষয়টি না মিটিয়ে কেন ওয়েবসাইটে তালিকা প্রকাশ হবে? এই প্রশ্ন তোলা হয়। তাই সিল বন্ধ খামে তালিকা জমা পড়ল

প্যানেল মেয়াদের পরে কাদের নিয়োগ দেওয়া হয়েছিল? তারা কারা? সেই সমস্ত প্রার্থীদের নাম আদালতের হাতে তুলে দিল কমিশন। যোগ্যদের মাঝে অযোগ্য কোনও প্রার্থী চলতি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি তো? তা দেখার জন্যই নামের তালিকা চেয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। নির্দেশ মত সিল বন্ধ খামে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ প্রার্থীদের নামের তালিকা দিল কমিশন।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande