মেলাঘরে গাঁজা বিরোধী অভিযানে লক্ষাধিক গাছ ধ্বংস
মেলাঘর (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার দক্ষিণ তৈবান্দাল এলাকার ধনমুড়া কুয়াইখেতে গাঁজা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল মেলাঘর থানা ও টিএসআর-এর যৌথ বাহিনী। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে
গাঁজা বাগিচা ধ্বংস


মেলাঘর (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : সিপাহীজলা জেলার দক্ষিণ তৈবান্দাল এলাকার ধনমুড়া কুয়াইখেতে গাঁজা বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল মেলাঘর থানা ও টিএসআর-এর যৌথ বাহিনী। গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে বুধবার সকালে অভিযান চালিয়ে প্রায় ১৪টি প্লটে ছড়িয়ে থাকা প্রায় ১ লক্ষ ২০ হাজার গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ।

অভিযানের সময় গাঁজা চাষিরা বাধা দেওয়ার চেষ্টা করলেও পুলিশের শক্তিশালী প্রস্তুতি দেখে তারা পিছিয়ে যায় বলে জানা গেছে। পুরো এলাকা ঘিরে রেখে ধাপে ধাপে গাছগুলি ধ্বংস করার কাজ সম্পন্ন করা হয়।

মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস জানিয়েছেন, অবৈধ মাদকচাষ রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতেই পুলিশ এই উদ্যোগ গ্রহণ করেছে বলে তিনি মন্তব্য করেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande