
আগরতলা, ১০ ডিসেম্বর (হি.স.) : গত এক মাস ধরে ত্রিপুরার বিভিন্ন জেলায় আয়োজিত ইউনিটি প্রোমো ফেস্ট ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। সেই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান ১২ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠিত হবে। বুধবার গীতাঞ্জলি অতিথিশালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী এই তথ্য জানান।
মন্ত্রী জানান, সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সৌরভ গাঙ্গুলি। এছাড়া বলিউডের জনপ্রিয় প্লেব্যাক শিল্পী জুবিন নৌটিয়াল সঙ্গীত পরিবেশন করবেন। রাজ্যের স্বনামধন্য শিল্পীরাও অংশ নেবেন এই বর্ণাঢ্য অনুষ্ঠানে।
এবার প্রোমো ফেস্টে ‘ইউনিটি’ শব্দটি যুক্ত করার কারণ ব্যাখ্যা করে পর্যটনমন্ত্রী বলেন, এর উদ্দেশ্য রাজ্যের জাতি-জনজাতি মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধকে আরও গভীর করা। তিনি দাবি করেন, উৎসবটি ইতিমধ্যেই ত্রিপুরার সংস্কৃতির একটি ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে এবং রাজ্যের পর্যটনকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মন্ত্রী জানান, ১২ ডিসেম্বরের অনুষ্ঠানের জন্য তিন ধরনের পাস— ভি.ভি.আই.পি, ভি.আই.পি ও সাধারণ পাস—ব্যবস্থা করা হয়েছে। সাধারণ ক্যাটাগরির পাস আগামীকাল বিকাল ৫টা পর্যন্ত শ্বেতমহলের পর্যটন দফতর থেকে সংগ্রহ করা যাবে।
পর্যটন শিল্পকে দেশ–বিদেশে পরিচিত করার লক্ষ্যে এবার দেশের ২৭টি রাজ্য থেকে ১২২ জন ট্যুর অপারেটর এবং বিদেশের থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও মালয়েশিয়া থেকে ট্যুর অপারেটররা আগরতলায় আসছেন। তাদের মাধ্যমেই আগামী দিনে আন্তর্জাতিক পর্যটন জগতে ত্রিপুরার পরিচিতি আরও বাড়বে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
মন্ত্রী আরও জানান, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিবেদন অনুযায়ী বিদেশি পর্যটক আগমনের দিক থেকে উত্তর-পূর্বে ত্রিপুরা এখন সিকিমের পরেই অবস্থান করছে। তিনি বলেন, “পর্যটন পরিকাঠামো, আতিথেয়তা ও পরিষেবার মান আরও উন্নত করতে হবে।”
আইজি (আইনশৃঙ্খলা) মনচাক ইপ্পা জানান, স্বামী বিবেকানন্দ ময়দানে দর্শকদের প্রবেশের জন্য ৮টি গেট থাকবে। ভি.ভি.আই.পি, ভি.আই.পি ও সাধারণ দর্শকদের জন্য আলাদা গেট নির্ধারিত হয়েছে। দর্শকরা পানীয়জলের বোতল ছাড়া অন্য কিছু নিয়ে ভেতরে ঢুকতে পারবেন না। এছাড়া ট্রাফিক বিভাগ থেকে ৭টি নো-এন্ট্রি পয়েন্ট, ৬টি পার্কিং–নো পার্কিং জোন এবং ৩টি বিকল্প রাস্তার ব্যবস্থা করা হবে।
সাংবাদিক সম্মেলনে ট্রাফিক এসপি কান্তা জাঙ্গির, পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার নমিত পাঠক এবং পর্যটন দফতরের অধিকর্তা প্রশান্ত বাদল নেগি উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ