সমাজে সচেতনতা বাড়াতে নাট্যশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : মুখ্যমন্ত্রী
উদয়পুর (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : “নাটক সমাজের আয়না”— মন্তব্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার। মানুষের জীবন, সমাজ ও সময়ের বাস্তবতাকে নাটক তুলে ধরে বলে উল্লেখ করে তিনি বলেন, সমাজে সচেতনতা বাড়াতে নাট্যশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ
মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা


উদয়পুর (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : “নাটক সমাজের আয়না”— মন্তব্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার। মানুষের জীবন, সমাজ ও সময়ের বাস্তবতাকে নাটক তুলে ধরে বলে উল্লেখ করে তিনি বলেন, সমাজে সচেতনতা বাড়াতে নাট্যশিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুধবার উদয়পুর রাজর্ষি হলে আয়োজিত ১৫ দিনব্যাপী রাজ্যভিত্তিক নাট্যোৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

উদ্বোধনী ভাষণে মুখ্যমন্ত্রী জানান, সংস্কৃতি, কৃষ্টি ও পরম্পরা একটি জাতির শক্তির প্রতীক। রাজ্যে হারিয়ে যাওয়া পুতুলনাচ পুনরুজ্জীবনে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশকের সৃজনশৈলী ও পরিকল্পনাই নাটকের সাফল্য নির্ধারণ করে বলে তিনি মন্তব্য করেন। কলেজ জীবনের নাট্যচর্চার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, নাট্যশিল্প মানুষের ভাবনা, অনুভূতি ও মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ত্রিপুরায় ইন্টার অফিস ড্রামার প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, এখান থেকেই বহু প্রতিভাবান কর্মকর্তা শিল্পী হিসেবে উঠে এসেছেন।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন, বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের মিলনমেলা রাজ্যের সাংস্কৃতিক পরিসরকে সমৃদ্ধ করছে। তরুণ নাট্যকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ভবিষ্যতের মঞ্চকে আরও শক্তিশালী করবে বলে তিনি আশা প্রকাশ করেন। উৎসবের সঙ্গে যুক্ত সকল কর্মী, নাট্যদল ও সংগঠনকে ধন্যবাদ জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক অভিষেক দেবরায়, বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা, বিধায়ক জিতেন্দ্র মজুমদার, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস-চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, নাট্যব্যক্তিত্ব শান্তি মোহন রক্ষিত, সমাজসেবী সবিতা নাগ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দফতরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য। সভাপতিত্ব করেন গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়। দফতরের বিভিন্ন কর্মসূচি তথ্যচিত্রের মাধ্যমে প্রদর্শিত হয়।

এবারের রাজ্যভিত্তিক নাট্যোৎসবে সারা রাজ্যের ৩৩টি নাট্যদল অংশ নিয়েছে। উৎসব চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande