রাজনগরে তিন দিনব্যাপী পর্যটন ও মিলন মেলার উদ্বোধন করলেন মন্ত্রী সান্ত্বনা
বিলোনিয়া (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর ব্লকের চন্দ্রপুরে তিন দিনব্যাপী পর্যটন ও মিলন মেলার উদ্বোধন করেন। তথ্য ও
ত্রিপুরা সরকার


বিলোনিয়া (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় পর্যটন শিল্পের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা বুধবার দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর ব্লকের চন্দ্রপুরে তিন দিনব্যাপী পর্যটন ও মিলন মেলার উদ্বোধন করেন। তথ্য ও সংস্কৃতি দফতর ও রাজনগর ব্লকের যৌথ উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “পর্যটন শুধু অর্থনৈতিক উন্নয়নই নয়, সমাজে একতা ও সম্প্রীতি গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”

মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশীয় পণ্য ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বর্তমান সরকারের সময়ে রাজ্যে স্বসহায়ক দলের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। তাই তিনি সকলকে দেশীয় পণ্যের প্রতি আরও নির্ভরশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বলেন, এমন আয়োজন সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি, সমাজসেবী দীপায়ন চৌধুরী ও চন্দন দেবনাথ।

উপস্থিত ছিলেন ঋষ্যমুখ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শম্ভুনাথ কর, রাজনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান জয়দেব সরকার, বিলোনিয়া মহকুমার মহকুমা শাসক দেবাশিস দাসসহ অন্যান্যরা। স্বাগত বক্তব্য রাখেন রাজনগর ব্লকের বিডিও বিদ্যাসাগর ত্রিপুরা। সভাপতিত্ব করেন রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ নাথ।

উদ্বোধনী পর্বের পর সাংস্কৃতিক মঞ্চে দক্ষিণ ত্রিপুরার শিল্পীরা পরিবেশন করেন সারারাতব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অতিথিরা সরকারি বিভিন্ন প্রদর্শনী স্টলেরও উদ্বোধন করেন। এদিন মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্পের আওতায় ২৫ জন উপভোক্তার হাতে পাট্টার দলিল তুলে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande