কংগ্রেস ভবনে হামলার প্রতিবাদে ধর্মনগরে বিক্ষোভ মিছিল
ধর্মনগর (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে গত ২৫ ও ২৬ নভেম্বর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে পুন
কংগ্রেসের বিক্ষোভ মিছিল


ধর্মনগর (ত্রিপুরা), ১০ ডিসেম্বর (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা কংগ্রেস ভবনে গত ২৫ ও ২৬ নভেম্বর অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বুধবার দুপুরে জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় কংগ্রেস ভবনে ফিরে আসে।

অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে স্লোগানে মুখর ছিলেন কর্মী–সমর্থকরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার পদত্যাগের দাবিও তোলেন তাঁরা। নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। উপস্থিত ছিলেন যুব কংগ্রেসের রাজ্য সভাপতি নীলকমল সাহা, জেলা কংগ্রেসের ভারপ্রাপ্ত সভাপতি দিগ্বিজয় চক্রবর্তীসহ অন্যান্য নেতারা।

আশীষ কুমার সাহা অভিযোগ করেন, শাসক দলের মদতে দুষ্কৃতীরা কংগ্রেস ভবনে হামলা চালিয়েছে। হামলায় আহত কংগ্রেস কর্মী প্রমেশ মালাকারকে উন্নত চিকিৎসার জন্য বহিঃরাজ্যে স্থানান্তর করা হয়েছে বলে জানান তিনি। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের গড়িমসির অভিযোগ তুলে তিনি হুঁশিয়ারি দেন—দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande