
দুর্গাপুর, ১০ ডিসেম্বর: (হি.স.) : গত দু- মাস ধরে দফায় দফায় ট্রেন বাতিল। বিজ্ঞপ্তি দিয়ে দায় সারছে রেল। বিকল্প পরিষেবার পরিকল্পনা উধাও। পরিষেবা স্বাভাবিক কবে হবে তার কোন দিশা নেই। আসানসোল- বর্ধমান শাখায় ট্রেন বাতিলে চরম দুর্ভোগে সাধারন মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়া। ক্ষোভ বাড়ছে সাধারন মানুষের মধ্যে।
প্রসঙ্গত, গত দু-মাসে দফায় দফায় হাওড়া- আসানসোল শাখায় ইন্টারলকিং ও নন ইন্টারলকিং এর কাজ শুরু করে রেল। গত নভেম্বর মাসে দুর্গাপুর ও চলতি মাসের গোড়া থেকে হাওড়া বিভাগের খানায় নন-ইন্টারলকিং এর কাজ শুরু হয়েছে। তার জেরে আসানসোল- বর্ধমান শাখায় দু- ডজনেরও বেশী লোকাল ট্রেন বাতিল। একাধিক ট্রেন ঘুরপথে চলছে। একাধিক ট্রেন সংক্ষিপ্ত পথে যাচ্ছে। আর এই ট্রেন বাতিলে সমস্যায় পড়েছে দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলে বিভিন্ন কারখানায় কাজে আসা শ্রমিকরা। একই সঙ্গে সমস্যায় পড়েছে নিত্যযাত্রী থেকে কলেজ পড়ুয়ারা। অভিযোগ, ট্রেন বাতিলের বিজ্ঞপ্তি দিয়ে দায় সেরেছে রেল কর্তৃপক্ষ। সাধারন মানুষের দুর্ভোগ কমাতে বিকল্প পরিষেবা লাটে। আরও অভিযোগ বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত তারিখের পরও লাইনের কাজের দরুন ট্রেন বাতিল হওয়ায় আরও বেশী দুর্ভোগের শিকার হচ্ছে নিত্যযাত্রী থেকে পড়ুয়ারা। আসানসোল থেকে বর্ধমানগামী বিকাল চারটের পর কোন বাস পরিষেবা নেই। তার দরুন ট্রেনই ভরসা থাকে নিত্যযাত্রীদের। ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগের জোড়া ফলায় বিদ্ধ নিত্যযাত্রীরা। আবার আরও কতদিন এভাবে ট্রেন বাতিল থাকবে তার সঠিক নির্দেশিকা রেল কর্তৃপক্ষ দিতে পারে নি বলে অভিযোগ। কংগ্রেস নেতা দেবেশ চক্রবর্তী বলেন, পরিকল্পনায় গলদ। যার মাশুল চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারন মানুষকে। একই সঙ্গে রাজ্য সরকারও তাদের দায় এড়াতে পারে না। রাজ্য পরিবহন নিগমের উচিত পর্যাপ্ত পরিমানে সরকারি বাস রাস্তায় নামানো। তাহলে হয়তো সাধারন মানুষের ভোগান্তি কম হত।
যদিও এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল বলেন, রেলের চুড়ান্ত গাফিলাতি। তারা কখনই এধরনের ট্রেন বাতিল বিষয়ে আলেচনা করে না। আগাম আমাদের জানালে সাধারন মানুষের সার্থে পর্যাপ্ত বাস বিভিন্ন রুটে নামানো যেত। তবুও সাধারন মানুষের আবেদনে আসানসোল- দুর্গাপুর- কলকাতা বাড়তি বেশ কিছু বাস নামানো হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখা হয়েছে। যাত্রী পরিষেবা স্বাভাবিক রাখতে, সাধারন মানুষের ভোগান্তি কমাতে প্রয়োজন মত আরও বাস রাস্তায় নামানো হবে। যদিও হাওড়া ডিভিশন রেলওয়ে কর্তৃপক্ষ সাফাই দিয়েছে, আগাম বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিদিন প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা