
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : রবিবার গীতাপাঠের দিন ব্রিগেড ময়দানে দুই প্যাটিস বিক্রেতার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় ময়দান থানায় জোড়া এফআইআর দায়ের হয় মঙ্গলবার। এফআইআর করেন দুই বিক্রেতাই। ধৃতদের নাম সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী। বুধবার গভীর রাতে তাদের হেফাজতে নেওয়া হয়েছে।
গত রবিবার ব্রিগেড গ্রাউন্ডে সনাতন সংস্কৃতি সংসদ কর্তৃক একটি বিশাল গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজনের সময় এই ঘটনা ঘটে। আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল এবং তপসিয়ার মোহাম্মদ সালাউদ্দিন নামে দুই বিক্রেতা মুরগির মাংসের প্যাটিস বিক্রি করতে এসেছিলেন। অভিযোগ করা হয়েছে যে অনুষ্ঠানে উপস্থিত কিছু যুবক তাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে, তাদের প্যাটিস মাটিতে ফেলে দিয়েছে এবং তাদের উপর হামলা করেছে। তদুপরি, তাদের কান ধরে বসে থাকতে বাধ্য করা হয়েছিল। অভিযোগ, রিয়াজুলের প্রায় তিন হাজার টাকার খাবারের জিনিসপত্র নষ্ট হয়ে গেছে।
পরবর্তীতে ময়দান থানায় দুটি পৃথক অভিযোগ দায়ের করা হয়, যার ভিত্তিতে পুলিশ তিন অভিযুক্তকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত সৌমিক উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গার বাসিন্দা। তরুণ হুগলি জেলার উত্তরপাড়ায় থাকেন, আর স্বর্ণেন্দু অশোকনগরের বাসিন্দা।
এদিকে, এই ঘটনা রাজনৈতিক পারদও বাড়িয়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এই ঘটনার তীব্র নিন্দা করে বলেছেন, যদি কেউ মাংস না খায়, তাহলে তাদের তা কেনা উচিত নয়। কিন্তু কেন একজন বিক্রেতাকে আক্রমণ করা হল? তারা তাদের জীবিকা নির্বাহের জন্য জিনিসপত্র বিক্রি করে। এটা অন্যায়। বামপন্থী আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনায় এফআইআর দায়ের করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি