বিহারে বাইক রক্ষা করতে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা
ভাগলপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : বাইক চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে চার চাকার গাড়ি। বৃহস্পতিবার বিহারের ভাগলপুর জেলার তিলকামাঞ্জি থানার সামনে একটি বড় পথ দুর্ঘটনা এড়ানো গেছে।এক বাইক চালককে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে
বিহারে বাইক রক্ষা করতে গিয়ে অপ্রত্যাশিত দুর্ঘটনা


ভাগলপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : বাইক চালককে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে চার চাকার গাড়ি। বৃহস্পতিবার বিহারের ভাগলপুর জেলার তিলকামাঞ্জি থানার সামনে একটি বড় পথ দুর্ঘটনা এড়ানো গেছে।এক বাইক চালককে বাঁচাতে গিয়ে একটি দ্রুতগামী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে । জানা গেছে , গাড়িটি রাস্তার ধারে থাকা খুঁটির সঙ্গে ধাক্কা লাগার পর উল্টে যায়।

গাড়িতে থাকা প্রেম কুমার, যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং জ্যোতি বিহার কলোনির বাসিন্দা, পরিচিতের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। দুর্ঘটনার সময় গাড়ি উল্টে গেলেও প্রেম কুমার সৌভাগ্যবশত প্রাণে রক্ষা পায় । পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি থেকে প্রেম কুমারকে বের করে আনেন। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande