শ্রীভূমিতে আধার সেলের নয়া নোডাল অফিসার এডিসি ত্রিদীপ রায়
শ্রীভূমি (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলায় এখন থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত (এডিসি) ত্রিদীপ রায়কে জেলার আধার সেলের নোডাল অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে। শ্রীভূমির জেলা আয়ুক্ত এক পত্র যোগে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের স্থলাভি
শ্রীভূমিতে আধার সেলের নয়া নোডাল অফিসার এডিসি ত্রিদীপ রায়


শ্রীভূমি (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলায় এখন থেকে অতিরিক্ত জেলা আয়ুক্ত (এডিসি) ত্রিদীপ রায়কে জেলার আধার সেলের নোডাল অফিসারের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শ্রীভূমির জেলা আয়ুক্ত এক পত্র যোগে অতিরিক্ত জেলা আয়ুক্ত আনিস রসুল মজুমদারের স্থলাভিষিক্ত করে ত্রিদীপ রায়কে আধার সেলের নোডাল অফিসারের দায়িত্ব সমঝে দিয়েছেন বলে জেলা তথ্য ও জনসংযোগ দফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande