
ডোমকল, ১১ ডিসেম্বর(হি. স. ) : গাছ থেকে বেগুন পেড়ে খাওয়ার ‘অপরাধে’ নিজের বড় ভাইকে লোহার রড,বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ছোট ভাই ও ভাইপোর বিরুদ্ধে। ঘটনায় বৃহস্পতিবার ব্যাপক উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের ডোমকল মহাকুমার অন্তর্গত জলঙ্গি লাগোয়া এলাকায়। ঘটনায় অভিযুক্ত গুণধর ছোট ভাই ও ভাইপোর নাম যথাক্রমে আশরাফুল ও এনামুল। মৃত ব্যক্তির নাম শাহজামাল শেখ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,এদিন ছোট ভাইয়ের বাড়ির পাশের বেগুন গাছ থেকে বেগুন তুলতে গিয়েছিলেন বড় ভাই শাহজামাল। আর সেখান থেকেই শুরু হয় বিবাদ। এই বিবাদের দরুন ছোট ভাই ও ভাইপোর হাতের লোহার রড আর বাঁশের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শাহজামাল। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। পুলিশ ইতিমধ্যেই ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সোনালি