
মুর্শিদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.): বেগুন তোলাকে কেন্দ্র করে সাতসকালে বচসার জেরে প্রৌঢ়কে খুনের অভিযোগ উঠল ভাই ও ভাইপোর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনিতে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম শাহ জামাল মণ্ডল। বয়স ৫০ বছর। মুর্শিদাবাদের জলঙ্গি থানার বিদুপুর কলোনির বাসিন্দা তিনি। পাশেই বাড়ি অন্য ভাইদের। অভিযুক্তরা পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন সকালে বড় দাদা নাজির মণ্ডলের ঘরের পাশে থাকা গাছ থেকে বেগুন তুলেছিলেন জামাল। সেই ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই আশরাফুল এবং ভাইপো এনামুলের সঙ্গে তীব্র বচসা বাঁধে। প্রত্যক্ষদর্শীরা জানান, অশান্তির মাঝে বাড়িতে পড়ে থাকা লোহার পাইপ দিয়ে আশরাফুল ও এনামুল নাকি জামালের মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন জামাল। তড়িঘড়ি পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ