“সন্দেশখালির মহিলাদের আর্তনাদ”, সামাজিক মাধ্যমে কটাক্ষ বিজেপি-র
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): “সন্দেশখালির মহিলাদের আর্তনাদ আজও বাংলার কোনায় কোনায় গুঞ্জিত হচ্ছে!” বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিল রাজ্য বিজেপি। বার্তায় লেখা হয়েছে, “বছরের পর বছর শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের হাতে নির্যাতিত হয়েছে নারীর
“সন্দেশখালির মহিলাদের আর্তনাদ”, সামাজিক মাধ্যমে কটাক্ষ বিজেপি-র


কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): “সন্দেশখালির মহিলাদের আর্তনাদ আজও বাংলার কোনায় কোনায় গুঞ্জিত হচ্ছে!” বৃহস্পতিবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিল রাজ্য বিজেপি।

বার্তায় লেখা হয়েছে, “বছরের পর বছর শেখ শাহজাহান ও তাঁর ঘনিষ্ঠদের হাতে নির্যাতিত হয়েছে নারীরা। ধর্ষণ, হেনস্তা, মারধর, পরিবারের প্রতি হুমকি-সবই চলেছে প্রকাশ্যে, রাজনৈতিক ছত্রচ্ছায়ায়। পুলিশ এফআইআর নেয়নি, প্রশাসন নীরব থেকেছে, আর শাসক দল চোখ বন্ধ করে অপরাধীদের রক্ষা করেছে। এটাই কি বাংলার উন্নয়ন? এটাই কি ‘মেয়েদের সুরক্ষা’?

যখন মহিলারা ভয় উপেক্ষা করে তাঁদের উপর হওয়া যৌন নির্যাতন ও ধর্ষণের কথা সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করল, তখন এই বিভীষিকাময় বাস্তবতা সমগ্র দেশবাসীর সামনে প্রকাশ্যে উঠে আসে।

তখনই উন্মোচিত হয় শাসকদের মাফিয়া-রাজ, যেখানে নারীর সম্মান ক্ষমতার বেদিতে বলি দেওয়া হয়েছে। শাহজাহানের গ্রেফতার তৃণমূল সরকারের ব্যর্থতার প্রমাণ, যাদের শাসনে নারী-নিরাপত্তা একটি উপহাসে পরিণত হয়েছে।

সন্দেশখালির মহিলারা ন্যায় চান। আর আগামী দিনে বাংলার মানুষই সেই জবাব দেবেন-একটি দায়িত্বহীন, দুর্নীতিগ্রস্ত সরকারের অবসান ঘটিয়ে।”

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande