অরুণাচল সড়ক ট্র্যাজেডি : মর্মাহত অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব
গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের আনজাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে হাই-অল্টিটিউড ভূখণ্ডে অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সরু পাহাড়ি রাস্তায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় অসমের ২১ জন শ্রমিকের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত মুখ্যমন্ত্রী হ
অরুণাচল সড়ক ট্র্যাজেডি, গভীর ব্যথিত অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব


গুয়াহাটি, ১১ ডিসেম্বর (হি.স.) : অরুণাচল প্ৰদেশের আনজাও জেলার অন্তর্গত ভারত-চীন সীমান্তের কাছে হাই-অল্টিটিউড ভূখণ্ডে অবস্থিত হায়ুলিয়াং-চাগলাগাম সরু পাহাড়ি রাস্তায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় অসমের ২১ জন শ্রমিকের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ২১ জনের মধ্যে উদ্ধারকৃত ১৪ জন অসমের তিনসুকিয়া জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী ড. শর্মা তাঁর অফিশিয়াল এক্স্ হ্যান্ডলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘অরুণাচল প্রদেশে ভয়ানক এক দুর্ঘটনায় আমাদের অসমের ১৪ জনের মৃত্যুতে গভীরভাবে বেদনাহত আমি।’

এক্স-এ ড. শর্মা আরও লিখেছেন, ‘বাকি সাতজনের উদ্ধারকারী দলকে সহায়তা করতে জেলা প্রশাসনঅরুণাচল প্রদেশের সংশ্লিষ্ট আধিকারিকদের সাথে নিবিড়ভাবে যোগাযোগ রাখছেন।’ তিনি লিখেছেন, ‘ত্রাণ ও উদ্ধারকারী দলগুলো নিখোঁজ তথা হিসাব বহির্ভূতদের দ্রুততম সময়ের মধ্যে খুঁজে বের করতে অগ্রাধিকার দিচ্ছে। আমরা এটাও নিশ্চিত করছি, আহতদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা প্রদান করা হচ্ছে।’

মুখ্যমন্ত্রী শর্মা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, ‘এই কঠিন সময়ে তাঁর চিন্তাভাবনা এবং প্রার্থনা শোকাহত পরিবারের সাথে রয়েছে।’

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande