সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী
সোলান, ১১ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী । ধৃতদের মধ্যে একজন কাতাল গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার (৪৪) ও অপরজন আরকি তহশিলের বাসিন্দা রাজকুমার ওরফে বাজি (৪২)। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জান
সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী


সোলান, ১১ ডিসেম্বর (হি.স.) : হিমাচল প্রদেশের সোলানে পুলিশের তৎপরতায় গ্রেফতার দুই মাদক পাচারকারী । ধৃতদের মধ্যে একজন কাতাল গ্রামের বাসিন্দা সঞ্জয় কুমার (৪৪) ও অপরজন আরকি তহশিলের বাসিন্দা রাজকুমার ওরফে বাজি (৪২)।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কুনিহার থানার পুলিশের একটি দল ওই এলাকায় টহল দিচ্ছিল। সেই সময় কুফতু থেকে কুনিহারের দিকে আসা দুই বাইক আরোহীকে দেখে পুলিশের সন্দেহ হয় । এরপর দুই বাইক আরোহীর বাইক তল্লাশি চালায় পুলিশ । তল্লাশিতে উদ্ধার হয়েছে মোট ৫০৮ গ্রাম মাদক (৪০৭ গ্রাম গাঁজা ও ১০১ গ্রাম আফিম ) । ওই দুই অভিযুক্তকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ । এই মাদক পাচার চক্রের সঙ্গে আরও কোনও ব্যক্তি যুক্ত রয়েছে কিনা , সেটিই এখন খতিয়ে দেখছে তারা ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande