চলতি মাসের ১৪ থেকে বুথে ঝুলবে তালিকা, ১৬ থেকে নাম তোলা যাবে
কলকাতা ১১ ডিসেম্বর (হি. স.) : চলতি মাসের ১৪ তারিখের মধ্যেই সংশ্লিষ্ট বুথে ঝুলবে বাদ যাওয়া নামের তালিকা। এবং সেইসঙ্গে বুথ লেভেল অফিসাররা সবিস্তারেই তা জানিয়ে দেবেন। এবং এর পরবর্তী পর্যায়ে আগামী ১৬ ডিসেম্বর থেকেই নতুন করে পুনরায় নাম তোলা যাবে। ত
চলতি মাসের ১৪ থেকে বুথে ঝুলবে তালিকা, ১৬ থেকে নাম তোলা যাবে


কলকাতা ১১ ডিসেম্বর (হি. স.) : চলতি মাসের ১৪ তারিখের মধ্যেই সংশ্লিষ্ট বুথে ঝুলবে বাদ যাওয়া নামের তালিকা। এবং সেইসঙ্গে বুথ লেভেল অফিসাররা সবিস্তারেই তা জানিয়ে দেবেন। এবং এর পরবর্তী পর্যায়ে আগামী ১৬ ডিসেম্বর থেকেই নতুন করে পুনরায় নাম তোলা যাবে। তবে, এর জন্য - ৬ নম্বর ফর্ম অবশ্যই পূরণ করতে হবে। জাতীয় নির্বাচন কমিশন সূত্রে বৃহস্পতিবার এই খবর জানানো হয়েছে। সুযোগ থাকছে বাদ যাওয়া ভোটারদের নাম ফের তোলা যাবে। চূড়ান্ত ও খসড়া ভোটার তালিকায় এর জন্য নাম সংযুক্ত করা যাবে। এদিকে, ৫৮, ০৮,২৩২ জনের নাম এ পর্যন্ত বাদ পড়তে চলেছে বলে এদিন এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানিয়েছেন অতিরিক্ত নির্বাচন কমিশনার। এদের মধ্যেই রয়েছে মৃত ভোটার - ২৪,১৮,৬৯৯ জন। নিখোঁজ ভোটার - ১২, ০১, ৪৬২ জন। ডুপ্লিকেট - ১, ৩৭,৪৭৫ জন। স্থানান্তরিত - ১৯,৯৩,০৮০ জন ও অন্যান্য - ৫৭,৫০৯ জন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande