রাজ্যের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর এপিক কেরল থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তর এবং রাজ্যের একজন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের বিএলও এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয
রাজ্যের ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির বিষয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ রাজ্যপালের


কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তাঁর এপিক কেরল থেকে পশ্চিমবঙ্গে স্থানান্তর এবং রাজ্যের একজন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের বিএলও এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বিষয়ে জানিয়েছেন তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, মাননীয় রাজ্যপাল আজ তাঁর EPIC কেরল থেকে পশ্চিমবঙ্গ স্থানান্তর এবং রাজ্যের একজন ভোটার হিসেবে নাম অন্তর্ভুক্তির বিষয়ে ভারতের নির্বাচন কমিশনের BLO ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

মাননীয় রাজ্যপাল বলেন যে পশ্চিমবঙ্গ ও বাংলার মানুষের প্রতি তাঁর সবসময়ই একটি গভীর আবেগজনিত টান রয়েছে। এই রাজ্যের মনন, শিল্প–সংস্কৃতি, ঐতিহ্য, সাহিত্য, গৌরবময় ইতিহাস এবং অনন্য ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে তাঁর নাড়ির টান—এক উদরগত সম্পর্ক তিনি অনুভব করেন।

তিনি বারবারই ব্যক্ত করেছেন যে তিনি নিজেকে ধন্য মনে করেন যে তিনি সেই একই বাতাসে শ্বাস নেন, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসু শ্বাস নিয়েছিলেন; সেই একই ভূমিতে চলেন, যেখানে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর পদচিহ্ন এঁকেছিলেন।

ভারতীয় নবজাগরণের অগ্রদূত এই বাংলার ভূমির একজন ভোটার হওয়া—তাঁর কাছে এক মহামানবিক সৌভাগ্য এবং বিশেষ অধিকার।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande