
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): শ্রীমা সারদা দেবীর জন্মতিথিতে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস শ্রদ্ধাজ্ঞাপন করেছেন| এই বিষয়ে জানিয়েছেন তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।
এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, এই পবিত্র জন্মতিথিতে মাননীয় রাজ্যপাল শ্রীমা সারদা দেবীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
মা সারদা দেবীর দিব্য আশীর্বাদ আমাদের সকলের জীবনে নিত্য শান্তি, শক্তি ও কল্যাণ বয়ে আনুক।
পবিত্র জননী আমাদের সকলের পথচলায় নিত্যসঙ্গী হোন—আমাদের কর্মে দিশা দেখান, মননে আলোকদান করুন, এবং মানবকল্যাণের পথে অগ্রসর হওয়ার প্রেরণা যুগিয়ে যাক।
বিশ্বাস করি, মায়ের করুণাময় ছায়ায় মানবতা, সত্য ও ন্যায়ের পথ আরও উজ্জ্বল হবে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ