এম. এস. সুব্বুলক্ষ্মীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ রাজ্যপালের
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : কিংবদন্তি সঙ্গীতশিল্পী এম. এস. সুব্বুলক্ষ্মীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস| এই বিষয়ে জানিয়েছেন তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের বিশ
এম. এস. সুব্বুলক্ষ্মীর মৃত্যুবার্ষিকীতে স্মরণ রাজ্যপালের


কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : কিংবদন্তি সঙ্গীতশিল্পী এম. এস. সুব্বুলক্ষ্মীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে স্মরণ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস| এই বিষয়ে জানিয়েছেন তাঁর বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক।

এদিন সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানান, মাননীয় রাজ্যপাল ভারতরত্ন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় সঙ্গীতের আকাশের অন্যতম উজ্জ্বল নক্ষত্র শ্রীমতি এম. এস. সুব্বুলক্ষ্মীর মৃত্যুবার্ষিকীতে তাঁকে সস্মরণ করছেন।

স্নেহভরে ‘এমএস’ নামে পরিচিত এই মহান শিল্পীর কণ্ঠের অপরিসীম ব্যাপ্তি, তার অনন্য ভঙ্গিমা ও গভীরতা—সমগ্র পরিবেশকে বিদ্যুতায়িত করত। তাঁর সুর আজও সারা বিশ্বের মানুষকে মুগ্ধ করে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande