‘ধুরন্ধর’ নিয়ে গুজরাটে বিক্ষোভ, বিতর্কিত সংলাপের বিরুদ্ধে আইনি অভিযোগ
আহমেদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) : আদিত্য ধরের পরিচালনায় তৈরি হিন্দি ছবি ‘ধুরন্ধর’–কে ঘিরে গুজরাটের জুনাগড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ছবিতে অভিনেতা সঞ্জয় দত্তের মুখে উচ্চারিত একটি সংলাপক কেন্দ্র করে একটি গোষ্ঠী প্রতিবাদে ফুঁসে উঠেছে। তাদের অভিযোগ, ওই সং
‘ধুরন্ধর’ নিয়ে গুজরাটে বিক্ষোভ, বিতর্কিত সংলাপের বিরুদ্ধে আইনি অভিযোগ


আহমেদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) : আদিত্য ধরের পরিচালনায় তৈরি হিন্দি ছবি ‘ধুরন্ধর’–কে ঘিরে গুজরাটের জুনাগড়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। ছবিতে অভিনেতা সঞ্জয় দত্তের মুখে উচ্চারিত একটি সংলাপক কেন্দ্র করে একটি গোষ্ঠী প্রতিবাদে ফুঁসে উঠেছে। তাদের অভিযোগ, ওই সংলাপ ইচ্ছাকৃতভাবে তাদের সমাজকে অপমান করেছে এবং তা আঘাত করেছে তাদের অনুভূতিকে।

জুনাগড় এর ওই সম্প্রদায়ের প্রধান ও অ্যাডভোকেট ইজাজ মকরানি ছবির অভিনেতা, সংলাপ-রচয়িতা ও পরিচালক তিনজনের বিরুদ্ধেই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, ছবির ব্যবসায় সফলতার স্বার্থে এক সম্প্রদায়ের ভাবমূর্তি ইচ্ছাকৃতভাবে ছোট করা হয়েছে। ইজাজ মকরানি হুঁশিয়ারি দিয়েছেন ১০ দিনের মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে গুজরাট হাই কোর্টে জনস্বার্থ মামলা করা হবে। এও বক্তব্য, এমন সংলাপ যদি নিয়ন্ত্রিত না হয়, তাহলে ভবিষ্যতে আরও বহু সম্প্রদায় অপমানিত হতে পারে, সামাজিক উত্তেজনাও বাড়তে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande