৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে এসআইআর-কে প্রকাশ্যেই চ্যালেঞ্জ মমতার
নদিয়া, ১১ ডিসেম্বর (হি.স.) : এসআইআর-এ তাঁদেরও সায় আছে বলে দাবি করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে প্রকাশ্যেই চ্যালেঞ্জ জানালেন পশ্চিমবঙ্গে এসআইআর-এর রূপায়ণকে। এসআইআর এর অছিলায় বাংলার দেড় কোটি
মমতা বন্দ্যোপাধ্যায়


নদিয়া, ১১ ডিসেম্বর (হি.স.) : এসআইআর-এ তাঁদেরও সায় আছে বলে দাবি করেছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বৃহস্পতিবার তিনি ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়ে প্রকাশ্যেই চ্যালেঞ্জ জানালেন পশ্চিমবঙ্গে এসআইআর-এর রূপায়ণকে।

এসআইআর এর অছিলায় বাংলার দেড় কোটি ভোটারের নাম কাটার ষড়যন্ত্র চালাচ্ছে বিজেপি আর কমিশন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সভা থেকে বারে বারে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কৃষ্ণনগরের সভা থেকে তিনি এও জানিয়ে দিলেন, কোনও যোগ্য ভোটারের নাম কাটলে কী করতে হবে।

মুখ্যমন্ত্রী বলেন, ওরা বলছে, তাড়িয়ে দেব! তাড়িয়ে দেখাও। আসামে কেন এসআইআর হবে না, বিজেপির রাজ্য বলে! এসআইআর এর নাম করে মা, বোনেদের অধিকার কাড়বে। তারপর দিল্লির পুলিশ এনে ভয় দেখাবে?

খানিক থেমে সভায় উপস্থিত জনতার উদ্দেশে মুখ্যমন্ত্রী জানতে চান, কী মা, বোনেরা নাম কাটলে বাড়িতে সব জিনিসপত্র আছে তো? যেগুলো দিয়ে রান্না করেন! ভিড় সমস্বরে জানায়, 'হ্যাঁ আছে। মুখ্যমন্ত্রী বলেন, প্রাণে শক্তি আছে? নাম কাটলে ধরবেন তো? ছেড়ে দেবেন না তো? ফের ভিড় সমস্বরে জানায়,. হ্যাঁ শক্তি আছে, নাম কাটলে ছেড়ে দেব না।

এরপরই মুখ্যমন্ত্রী জানান, মেয়েরা সামনে লড়াই করবে। ছেলেরা পিছনে থাকবে। আমি দেখতে চাই, মা বোনেদের শক্তি বড় না বিজেপির শক্তি বড়, বাংলা দেখতে চায়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande