একাধিক প্রকল্পে ২০ হাজার কিমি রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী
নদিয়া, ১১ ডিসেম্বর (হি.স.) : ভোটের আগে রাজ্যে সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচ
মমতা বন্দ্যোপাধ্যায়


নদিয়া, ১১ ডিসেম্বর (হি.স.) : ভোটের আগে রাজ্যে সড়ক পরিকাঠামোয় আরও জোর দিচ্ছে রাজ্য সরকার। তারই অঙ্গ হিসেবে পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার কৃষ্ণনগর থেকে রিমোট টিপে পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার কাজের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুই মিলিয়ে ‘পথশ্রী’ ও ‘রাস্তাশ্রী’— দুই মিলিয়ে এই পর্বে নতুন রাস্তার সংখ্যা ২০,৪৭৯টি। মোট দূরত্ব ২০,০৩০ কিলোমিটার। খরচ ২১,৯৮৭ কোটি টাকা—যা রাজ্যের অন্যতম বড় পরিকাঠামো প্রকল্প।

একই সঙ্গে মঞ্চে রাখা ইট, বালি, সিমেন্ট দিয়ে প্রতীকি হিসেবে প্রকল্পের কাজও শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রীর সঙ্গে সরকারি সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব এবং পঞ্চায়েত সচিবও। ছিলেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, রাজ্যের মন্ত্রী তথা কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাসও। অনুষ্ঠান মঞ্চ থেকে সড়ক নির্মাণের একটি ভিডিও প্রকাশ করা হয়।

প্রশাসন সূত্রের খবর, পথশ্রী ও রাস্তাশ্রী প্রকল্পের চতুর্থ পর্বে প্রায় ২০ হাজার কিলোমিটার রাস্তার মধ্যে সবচেয়ে বড় অংশ পঞ্চায়েত দফতরের আওতায়। ৯,১১৪টি রাস্তা, মোট ১৫,০১১ কিলোমিটার—যার অনুমানিত ব্যয় ৬,৯৮৭ কোটি টাকা। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর রিমোট টেপার মুহূর্ত থেকেই এই বিশাল পরিমাণ রাস্তার কাজ শুরু হয়ে গেল।

শহরাঞ্চলে, অর্থাৎ কেএমডিএর অধীনে তৈরি হবে ১১,৩৬৫টি রাস্তা, দূরত্ব ৫,০১৯ কিলোমিটার। ব্যয় ধরা হয়েছে ১,৫০০ কোটি টাকা। এই কাজ শুরু হবে জানুয়ারি থেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত




 

 rajesh pande