
উমারিয়া, ১১ ডিসেম্বর (হি.স.) : মধ্যপ্রদেশের উমারিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মহিলা । ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় । মৃতের নাম বাসন্তী রাই (৪২) ।
বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বাসন্তী রাই তাঁর নয় বছরের ছেলে আরিয়ান রাইকে নিয়ে স্কুটারে করে বাড়ি ফিরছিলেন । সেইসময় পিছন দিক থেকে বেপরোয়া গতিতে ধেয়ে আসে একটি বাইক এবং সজোরে ধাক্কা মারে তাদের স্কুটারে। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর থানায় ওই বাইক আরোহীর বিরুদ্ধে অভিযোগ করা হয় । অভিযুক্ত বাইক আরোহীর নাম গোলু চৌহান । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক