
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.) : প্রয়াত শিল্পী রবিশঙ্করকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার এক্সবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র, বিশ্ববরেণ্য সেতার শিল্পী, আমাদের বাংলার গর্ব পন্ডিত রবিশঙ্কর-এর মৃত্যুবার্ষিকীতে জানাই আমার অন্তরের শ্রদ্ধা।”
প্রসঙ্গত, সঙ্গীতজ্ঞ পণ্ডিত রবিশঙ্কর
(জন্ম : ৭ এপ্রিল, ১৯২০, বেনারস, উত্তর প্রদেশ, মৃত্যু : ১১ ডিসেম্বর, ২০১২, স্যান ডিয়েগো, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র) সেতারবাদনে কিংবদন্তিতুল্য শ্রেষ্ঠত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মাইহার ঘরানার স্রষ্টা আচার্য আলাউদ্দীন খানের শিষ্য রবিশঙ্কর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের ঐতিহ্য এবং ভারতীয় সঙ্গীতকে ১৯৬০-এর দশকে পাশ্চাত্য বিশ্বের কাছে প্রথম তুলে ধরেন। তাঁর সাঙ্গীতিক কর্মজীবনের পরিব্যাপ্তি ছয় দশক জুড়ে। ২০১২ খ্রিষ্টাব্দে মৃত্যুকালে রবিশংকর দীর্ঘতম আন্তর্জাতিক কর্মজীবনের জন্য গিনেস রেকর্ডের অধিকারী ছিলেন। তাঁকে বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী সঙ্গীতজ্ঞদের একজন হিসেবে গণ্য করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত