ভোলানাথ ঘোষের দুর্ঘটনায় ‘গভীর চক্রান্ত’-এর ইঙ্গিত, সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার
বাঁকুড়া, ১১ ডিসেম্বর (হি.স.): শেখ শাজাহান মামলার মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বড় ধরনের চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; প্রয়োজনে বিষয়টি সিবিআইয়ের হাতে তুলে দিয়ে তদন্ত করানো উ
ভোলানাথ ঘোষের দুর্ঘটনায় ‘গভীর চক্রান্ত’-এর ইঙ্গিত, সিবিআই তদন্তের দাবি রাহুল সিনহার


বাঁকুড়া, ১১ ডিসেম্বর (হি.স.): শেখ শাজাহান মামলার মূল সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বড় ধরনের চক্রান্তের আশঙ্কা প্রকাশ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়; প্রয়োজনে বিষয়টি সিবিআইয়ের হাতে তুলে দিয়ে তদন্ত করানো উচিত।

বুধবার সন্ধ্যায় বাঁকুড়ায় দলীয় বিধায়ক নিলাদ্রী দানার উদ্যোগে আয়োজিত দুঃস্থদের কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দেন রাহুল সিনহা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,

“শেখ শাজাহান তৃণমূলের বড় নেতা। তিনি এখনও জেলে। তাঁর মামলার অন্যতম সাক্ষী ভোলানাথ ঘোষের গাড়িকে যেভাবে ধাক্কা দেওয়া হয়েছে, তা রহস্যজনক। রাজ্য সরকার যেভাবে শাজাহানকে বাঁচাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে, দুর্ঘটনাটি সেই চেষ্টারই অংশ কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।”

এর পাশাপাশি এসআইআর ও বিএলওদের উপর হামলার প্রসঙ্গেও ক্ষোভ প্রকাশ করেন তিনি। সিনহা বলেন,“ভাবা যায়! রাজ্যের ২,২০০ বুথে নাকি এতদিনে কোনও মৃত ভোটার নেই? আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানালে দেখা গেল—২,২০০ নয়, মাত্র দুটি বুথে ২০০২ সালের ভোটার তালিকা হুবহু অপরিবর্তিত রয়েছে। আমাদের ধারণা, সেই দু’টি বুথেও প্রকৃত চিত্র মিলবে না।”

বিএলওদের উপর হামলা প্রসঙ্গে তাঁর মত,“তৃণমূলের বেআইনি আবদার মেনে নিতে অস্বীকার করলেই তাদের উপর হামলা হচ্ছে।” এদিনের অনুষ্ঠানে বিজেপি নেতা সজল ঘোষও উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট




 

 rajesh pande