
নয়ডা, ১১ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের নয়ডায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় নিহত দুই । প্রথম ঘটনাটি ঘটেছে নয়ডার হলদোয়ানি মোড়ের কাছে । নিহতের নাম শীলাকান্ত ঝা । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার রাতে ওই ব্যক্তি মন্দির দর্শন করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে উল্টোদিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি গাড়ি তাঁকে সজোরে ধাক্কা মারে । গুরুতরভাবে জখম অবস্থায় তাঁকে প্রথমে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে । পরবর্তীতে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাঁকে নয়ডা জেলা হাসপাতালে স্থানান্তর করা হয় । বুধবার রাতে সেখানেই মৃত্যু হয় ওই ব্যক্তির । এই ঘটনার পর নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা থানায় মামলা দায়ের করে গাড়ির চালকের বিরুদ্ধে । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সুরজপুর থানার অন্তর্গত নয়াগাঁওতে। বৃহস্পতিবার পুলিশ সূত্রে জানা গেছে , ঘটনাটি ঘটেছে বুধবার রাতে । নিহতের নাম অমিত কুমার । দুর্ঘটনায় জখম হয়েছে মৃতের ভাগ্নি অঞ্জু । বুধবার রাতে নিহত অমিত ও তাঁর ভাগ্নি বাইক করে নয়াগাঁও-এর দিকে আসছিলেন । সেইসময় ভাট্টা মোড়ের কাছে একটি ট্রাক সজোরে ধাক্কা মারে তাঁদের বাইকে। দুর্ঘটনায় গুরুতরভাবে জখম অমিত ঘটনাস্থলেই মারা যান। আহত ভাগ্নি অঞ্জুকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক