
নদিয়া, ১১ ডিসেম্বর (হি.স.): “এখানে (ভারতে) একজন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন। তাঁর দু’চোখ ভয়ঙ্কর। দেখলে মনে হয় দুর্যোগের বার্তা। এমন কোনও কাজ নেই যে তিনি করতে পারেন না।” বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এরকম ভাষাতেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী শাহর নাম না করে বলেন, “তাঁর এক চোখে দুর্যোধন, আর অন্য চোখে দুঃশাসন।’’ বুধবারই সংসদে বক্তৃতা করতে গিয়ে তৃণমূল সাংসদদের উদ্দেশে শাহ বলেছিলেন, ‘‘অনুপ্রবেশকারীদের পাশে দাঁড়ালে বাংলা থেকে আপনারা মুছে যাবেন।’’ বৃহস্পতিবার পাল্টা শাহকে আক্রমণ করে মমতা ফের এক বার দাবি করলেন, ‘‘পশ্চিমবাংলায় এনআরসি হবে না, ডিটেনশন ক্যাম্পও হবে না। নিশ্চিন্তে থাকুন।’’ মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাংলা থেকে কাউকে তাড়াতে দেব না। আর তাড়ালে তাঁদের কী ভাবে ফিরিয়ে আনতে হয় আমরা জানি।’’
শাহের নির্দেশেই নির্বাচন কমিশন এসআইআর-এর মাধ্যমে নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে বলে ইঙ্গিত করেছেন মমতা। বৃহস্পতিবারও মমতার নিশানায় ছিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রীর অভিযোগ, জেলাশাসকদের উপর ‘চাপ’ তৈরি করে বলা হচ্ছে, দেড় কোটি মানুষের নাম বাদ দিতে হবে। এই প্রসঙ্গেই বিহারের প্রসঙ্গ টানেন মমতা।
তৃণমূল নেত্রী বলেন, ‘‘বিহারে তোমরা (কমিশন) পেরেছ। বাংলায় করতে দেব না।’’ মমতার অভিযোগ, খসড়া ভোটার তালিকা তৈরি হচ্ছে বিজেপির আইটি সেলের অঙ্গুলিহেলনে। তাঁর কথায়, ‘‘বিজেপির আইটি সেলের তৈরি করা ভোটার তালিকা দিয়ে ভোট করানোর পরিকল্পনা করছ তো? যা খুশি করো। কিচ্ছু করতে পারবে না।’’
এসআইআর পর্বে প্রায় সব জনসভা থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু বৃহস্পতিবার কৃষ্ণনগরের জনসভা থেকে সেই আক্রমণের মাত্রাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিলেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী।
---------------
হিন্দুস্থান সমাচার / অশোক সেনগুপ্ত