শিলিগুড়ির শিবমন্দিরের আঠারোখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে সারদা দেবীর জন্মতিথি উৎসব পালন
শিলিগুড়ি, ১১ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়ির শিবমন্দিরের আঠারোখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উৎসব। মায়ের জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মন্দিরে ভিড় জমাতে শুরু করেন দূর দূরান্ত থেকে
শিলিগুড়ির শিবমন্দিরের আঠারোখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে সারদা দেবীর জন্মতিথি উৎসব পালন


শিলিগুড়ি, ১১ ডিসেম্বর (হি. স.) : শিলিগুড়ির শিবমন্দিরের আঠারোখাই রামকৃষ্ণ বেদান্ত আশ্রমে যথাযোগ্য মর্যাদায় পালন করা হল মা সারদা দেবীর ১৭৩তম জন্মতিথি উৎসব। মায়ের জন্মতিথি উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মন্দিরে ভিড় জমাতে শুরু করেন দূর দূরান্ত থেকে আসা ভক্তরা।

আশ্রমের সম্পাদক স্বামী সমবুদ্ধানন্দ মহারাজ জানান, মায়ের জন্মতিথি উপলক্ষে আশ্রমে সারাদিন ব্যাপী বিশেষ পূজা, বেদপাঠ, মঙ্গলারতি, ভক্তদের দ্বারা ভজন পরিবেশন, ভক্তদের প্রসাদ বিতরণ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande