কাঁকসায় ধরা পড়ল ৬ বিলুপ্তপ্রায় বাজপাখি, ধৃত পাচারকারী
দুর্গাপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : ১৯ নং জাতীয় সড়কের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় গভীররাতে বন বিভাগের অভিযান চালিয়ে ধরা পড়ল ৬টি বিলুপ্তপ্রায় বাজপাখি। এই ঘটনায় আটক করা হয়েছে আন্তঃরাজ্য পাখি পাচারকারী শেখ ওয়াজিদকে। পুলিশ ও বন দফতর সূত্রে জানা গেছে, বু
কাঁকসায় ধরা পড়ল ৬ বিলুপ্তপ্রায় বাজপাখি, ধৃত পাচারকারী


দুর্গাপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : ১৯ নং জাতীয় সড়কের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজায় গভীররাতে বন বিভাগের অভিযান চালিয়ে ধরা পড়ল ৬টি বিলুপ্তপ্রায় বাজপাখি। এই ঘটনায় আটক করা হয়েছে আন্তঃরাজ্য পাখি পাচারকারী শেখ ওয়াজিদকে।

পুলিশ ও বন দফতর সূত্রে জানা গেছে, বুধবার রাত দেড়টায় বিহার থেকে একটি চারচাকা গাড়িতে বাজপাখি নিয়ে বর্ধমানের উদ্দেশে যাচ্ছিল পাচারকারী। গোপন সূত্রে খবর পেয়ে বন বিভাগের দুর্গাপুর রেঞ্জের দল গাড়িটি টোলপ্লাজায় আটক করে। গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয় ৬টি বাজপাখি, যার মধ্যে ৪টি প্রাপ্তবয়স্ক এবং ২টি বাচ্চা। পাখিগুলো সিডুল-ওয়ান্ তালিকাভুক্ত, অর্থাৎ বিলুপ্তপ্রায়।

ধৃত পাচারকারীকে বৃহস্পতিবার বর্ধমানের বিশেষ আদালতে তোলা হয়। বন বিভাগ জানিয়েছে, এই ধরনের পাচারে ৩–৭ বছরের জেল হতে পারে। উদ্ধারকৃত পাখিগুলো নিরাপদে বনাঞ্চলে ছাড়া হবে।

এটি শুধু একক ঘটনা নয়। বন বিভাগের তথ্যে দেখা গেছে, বিহার থেকে এ রাজ্যে নিয়মিতভাবে পাখি পাচার হয়, বিশেষ করে দুবরাজদীঘি এলাকা থেকে। গত কয়েক বছরে একই জাতীয় সড়কে বিপুলসংখ্যক পাখি উদ্ধার হয়েছে।

বন বিভাগের দুর্গাপুর রেঞ্জ আধিকারিক সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, পাচারের উদ্দেশ্য, চক্রের আরও সদস্য থাকছে কিনা, তার তদন্ত শুরু হয়েছে। ধৃত পাচারকারীর বিরুদ্ধে বনপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande