
শ্রীভূমি (অসম), ১১ ডিসেম্বর (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত লঙ্গাই-চান্দখানি সড়কে সবধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
লোকনির্মাণ (পূর্ত) বিভাগের দক্ষিণ শ্রীভূমি টেরিটরিয়াল রোড সাবডিভিশনের সহকারী কার্যনির্বাহী বাস্তুকার জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের অধীনে ওই সড়কের ১৬৫ মিটার অংশে কালভার্ট নির্মাণের জন্য ১৪ ডিসেম্বর থেকে এবং ৫,২৭৫ মিটার অংশে অনুরূপ কালভার্ট নির্মাণের জন্য ১৬ ডিসেম্বর থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের যানবাহন চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।
ওই সময়সীমায় যানবাহন চালকদের বিকল্প সড়ক ব্যবহার করতে পরামর্শ দেওয়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে খবর দিয়েছে শ্রীভূমি জেলা তথ্য ও জনসংযোগ দফতর।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস