
হাথরাস, ১১ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের হাথরাস জেলার মুরসান এলাকায় বৃহস্পতিবার দুই ভাইয়ের এক ঘন্টার ব্যবধানে মৃত্যু হয়। প্রথমে বড় ভাই কুংবরপাল (৩৫) আচমকাই অসুস্থ হয়ে জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। কয়েক ঘণ্টার মধ্যেই ছোট ভাই ববি (৩০) বাড়ি ফিরে আগুনের পাশে বসার পর অসুস্থ হয়ে পড়ে এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।
পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে। নিহত কুংবরপালের স্ত্রী নেমবতি এবং দুই ছেলে দেব (১০) ও দীপু (৮) রয়েছেন। দুই ভাই পূর্বে কেরলে একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন এবং কোভিডের সময় বাবা-মায়ের মৃত্যুর পর গ্রামের বাড়িতে বসবাস করতেন।
ঘটনার পর পরিবার এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য