হামিরপুরে পুলিশের গুলিতে জখম এক দুষ্কৃতী
হামিরপুর, ১১ ডিসেম্বর ( হি. স.): উত্তর প্রদেশের হামিরপুরে পুলিশের গুলিতে জখম এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, হামিরপুরের কুরারা থানার অন্তর্গত এলাকায় । দুষ্কৃতীর নাম দুর্গা নিষাদ । বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, ২ ডিসেম্বর এক পুলিশ
হামিরপুরে পুলিশের গুলিতে জখম এক দুষ্কৃতী


হামিরপুর, ১১ ডিসেম্বর ( হি. স.): উত্তর প্রদেশের হামিরপুরে পুলিশের গুলিতে জখম এক দুষ্কৃতী । ঘটনাটি ঘটেছে বুধবার রাতে, হামিরপুরের কুরারা থানার অন্তর্গত এলাকায় । দুষ্কৃতীর নাম দুর্গা নিষাদ ।

বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, ২ ডিসেম্বর এক পুলিশ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার অভিযোগে থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয় । এছাড়াও অন্য এক পুলিশ কর্মীর রিভলভার ছিনতাইয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে । এই ঘটনার পর প্রাথমিকভাবে ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।

বুধবার রাতে পুলিশের কাছে খবর আসে । সেই তথ্যের ভিত্তিতে কুরারা এলাকার আকৌনা গ্রামের জঙ্গলে পুলিশের একটি দল তল্লাশি চালায় । পুলিশকে দেখামাত্রই তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে অভিযুক্তরা । পাল্টা গুলি চালায় পুলিশ। পুলিশের গুলিতে জখম হয় একজন । এরপর ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ১৭ জন অভিযুক্তকে । উদ্ধার হয় ৯ এমএম রিভলবার, নয়টি কার্তুজ ও অন্যান্য সরঞ্জাম । ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande