
কলকাতা, ১১ ডিসেম্বর (হি.স.): বঙ্গে শীতের আবহাওয়া অনুভূত হচ্ছে। ডিসেম্বর মাসের শুরু থেকে সেরকমভাবে ঠান্ডা অনুভূত না হলেও, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে এসে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের তাপমাত্রার পারদ অনেকটাই নেমেছে। কোথাও ৯ ডিগ্রি, আবার কোনও কোনও জেলায় তাপমাত্রা নেমে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে যে, লা নিনার প্রভাবে যে তীব্র ঠান্ডার পূর্বাভাস ছিল তা এখন আর নেই। এখন থেকে শীত যেমন থাকে সেরকম স্বাভাবিকই থাকবে।
আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বর্তমানে বঙ্গোপসাগরে কোথাও কোনও ঘূর্ণিঝড় বা নিম্নচাপ হওয়ার সম্ভাবনা নেই। ফলে বৃষ্টি হওয়ারও কোনও সম্ভাবনা নেই। তাই বৃহস্পতিবার ও আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্কই থাকবে। বীরভূম, বাঁকুড়া, দুই বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া জেলায় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। কিছু কিছু জেলায় তাপমাত্রার পারদ নেমে ১০ ডিগ্রি পর্যন্ত হতে পারে। এই কদিনের মধ্যে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। আপাতত এখন কয়েকদিন একইরকম আবহাওয়াই থাকবে।
আবার এদিন উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং-এ ঘন কুয়াশা থাকবে। দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। আগামী সাতদিনের মধ্যে তাপমাত্রাও একটু একটু করে কমতে পারে।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ