
আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : শহরকে আরও পরিচ্ছন্ন ও সুসংগঠিত বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনতে সাতটি অটো হোপার এবং তিন সেট মিনি সুপার সকার যুক্ত করল আগরতলা পুর নিগম। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিষেবার সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।
পুর নিগম কর্তৃপক্ষ জানিয়েছে, ‘স্বচ্ছ আগরতলা সুস্থ আগরতলা’ উদ্যোগের অংশ হিসেবে রাজ্য সরকারের সহযোগিতায় আধুনিক যন্ত্রপাতি কেনা হয়েছে। সাতটি অটো হোপার ক্রয়ে ব্যয় হয়েছে ৩৯ লক্ষ ২০ হাজার টাকা এবং তিনটি মিনি সুপার সকার কিনতে ব্যয় হয়েছে ২ কোটি ৮৮ লক্ষ টাকা।
মেয়র দীপক মজুমদার জানান, নতুন মিনি সুপার সকারগুলি শহরের গলি ও সংকীর্ণ ড্রেন পরিষ্কারে বড় ভূমিকা নেবে, ফলে বর্ষাকালে জলনিকাশে কোনও প্রতিবন্ধকতা থাকবে না। সাতটি অটো হোপার সেন্ট্রাল জোন স্যানিটারি ইন্সপেক্টরের তত্ত্বাবধানে নিয়োজিত থাকবে।
তিনি আরও বলেন, শহরের হোটেল, রেস্টুরেন্ট ও ফাস্টফুড সেন্টারগুলির আবর্জনা পৃথকভাবে সংগ্রহ করে এই অটো হোপারগুলিই দেবেন্দ্রনগর প্রসেসিং সেন্টারে পৌঁছে দেবে। এর ফলে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে সুবিধা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্তসহ পুর নিগমের কর্পোরেটররা। কর্তৃপক্ষের আশা, নতুন ব্যবস্থায় আগরতলা আরও পরিচ্ছন্ন ও সুস্বাস্থ্যসম্মত নগরীতে পরিণত হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ