
আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : ইউনিটি প্রমো ফেস্টের ফাইনাল অনুষ্ঠানে নজিরবিহীন দর্শক সমাগমের সম্ভাবনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে কনসার্টের চূড়ান্ত প্রস্তুতি পরিদর্শন করে একথাই জানালেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন পর্যটন দফতরের সচিব ইউ.কে. চাকমা, অধিকর্তা, রাজ্য পুলিশের আইজি (ল অ্যান্ড অর্ডার), পশ্চিম জেলার পুলিশ সুপার, ট্রাফিক সুপারসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। ময়দানের বিভিন্ন প্রবেশদ্বার, দর্শকাসন, নিয়ন্ত্রণ কক্ষসহ নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি খতিয়ে দেখেন তাঁরা। পরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে পর্যটন মন্ত্রী জানান, কনসার্টের দিন মাঠজুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভি নজরদারি, সাদা পোশাকের পুলিশ, স্বেচ্ছাসেবক, স্কাউট-গাইড এবং পর্যটন দফতরের কর্মীদের মোতায়েন করা হবে। তাঁদের জন্য বিশেষ পাসের ব্যবস্থাও করেছে জেলা পুলিশ প্রশাসন।
মন্ত্রী আরও জানান, দর্শকদের আগ্রহ এতটাই বেশি যে পূর্বনির্ধারিত পাস পর্যাপ্ত হচ্ছে না—অনেকেই অতিরিক্ত পাস চাইছেন। তিনি বলেন, “১২ ডিসেম্বরের কনসার্টে দর্শক সমাগমের একটি নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে।” নিরাপত্তা যাতে বিন্দুমাত্র বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যে আগের বছরের অভিজ্ঞতার ভিত্তিতে কিছু নতুন সিদ্ধান্তও নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ইউনিটি প্রমো ফেস্টের ফাইনাল অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার জুবিন নৌটিয়াল। মঞ্চে উপস্থিত থাকবেন পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এছাড়াও উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। অনুষ্ঠানকে সর্বাঙ্গীণ সফল করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ