
বিজনৌর, ১১ ডিসেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বিজনৌরে একটি রাসায়নিক কারখানায় ঘটলো বিস্ফোরণ । বৃহস্পতিবার সকাল ৯ টায় ঘটনাটি ঘটেছে নাহতাউর থানার অন্তর্গত আকু গ্রামের একটি রাসায়নিক কারখানার গবেষণাগারে। বিস্ফোরণের তীব্রতায় উড়ে যায় কারখানার ছাদ। তবে অল্পের জন্য রক্ষা পায় কারখানার কর্মচারীরা ।
এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, কারখানায় থাকা একটি রাসায়নিকের পাত্রে আগুন লাগে এবং এরপরই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে কারখানার অন্যান্য প্রান্তে । ঘটনার পর কর্মচারীরা খবর দেয় পুলিশ ও দমকল বাহিনীকে । তবে দমকল বাহিনীর ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কারখানার কর্মীদের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুন নিয়ন্ত্রণে আসার পর পুলিশের তরফ থেকে কারখানাটিকে বন্ধ করে দেয় । আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক