দক্ষিণ ত্রিপুরায় নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, খেলাধুলা–শিক্ষায় জোর মন্ত্রী টিংকুর
বিলোনিয়া (ত্রিপুরা), ১১ ডিসেম্বর (হি.স.) : নেশামুক্ত ভারত গঠনে শুধু শ্লোগান নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে আন্তরিকভাবে এই সংকল্প গ্রহণ করতে হবে—এই বার্তাই দিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার বিলোনিয়ার বিকেআই মাঠে
ফুটবল টুর্নামেন্ট


বিলোনিয়া (ত্রিপুরা), ১১ ডিসেম্বর (হি.স.) : নেশামুক্ত ভারত গঠনে শুধু শ্লোগান নয়, সমাজের প্রতিটি স্তরের মানুষকে আন্তরিকভাবে এই সংকল্প গ্রহণ করতে হবে—এই বার্তাই দিলেন ত্রিপুরার যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী টিংকু রায়। বৃহস্পতিবার বিলোনিয়ার বিকেআই মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলাভিত্তিক নেশামুক্ত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “গাছ লাগান গাছ বাঁচান—এমন বহু শ্লোগান অতীতে দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়নের অভাব রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মায়ের নামে গাছ লাগানো ও মমতা দিয়ে তা বাঁচিয়ে তোলার আহ্বান জানিয়েছেন। একইভাবে নেশামুক্ত সমাজ গঠনেও প্রয়োজন সত্যিকারের উদ্যোগ।”

এই টুর্নামেন্টে জেলার ৮টি ব্লক, বিলোনিয়া ও শান্তিরবাজার পুর পরিষদ এবং সাব্রুম নগর পঞ্চায়েতের মোট ১১টি দল অংশ নিচ্ছে। ১১ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ জেলার বিভিন্ন মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলি।

ক্রীড়ামন্ত্রী জানান, শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা—নেশামুক্ত সমাজ গঠনের মূল স্তম্ভ। সরকার ইতিমধ্যেই তিন ক্ষেত্রেই পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছে। শিক্ষার সম্প্রসারণে নতুন বিদ্যালয় ও ছাত্রাবাস নির্মাণ করা হচ্ছে। চলতি বাজেটে শিক্ষার পরিকাঠামো উন্নয়নে বরাদ্দ রাখা হয়েছে সাড়ে সাতশো কোটি টাকা। অন্যদিকে খেলাধুলার উন্নয়নে ১৩টি সিন্থেটিক মাঠ ও ২০টি প্রাকৃতিক ঘাসের মাঠ নির্মাণের কাজ চলছে। শান্তিরবাজারের জোলাইবাড়িতে গ্যালারিসহ নতুন ফুটবল মাঠও তৈরি হচ্ছে। খেলোয়াড়দের প্রশিক্ষণের পাশাপাশি মেধাবী ছাত্রদের বৃত্তি ও জাতীয়স্তরের খেলোয়াড়দের আর্থিক পুরস্কার প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, “নেশার কোনও ধর্ম বা জাত নেই। নেশায় জড়ালে ক্ষতিগ্রস্ত হয় পরিবার এবং সমাজ উভয়ই। তাই রাজ্য সরকার ব্লক থেকে রাজ্যস্তর পর্যন্ত নিয়মিত খেলাধুলার আয়োজন করছে।” তিনি নেশামুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মৌর্যকৃষ্ণ সি, জেলা শাসক মহম্মদ সাজ্জাদ পি, বিধায়ক প্রমোদ রিয়াং, বিধায়ক দীপঙ্কর সেন, সমাজসেবী দিপায়ন চৌধুরী ও যুব বিষয়ক দফতরের উপ-অধিকর্তা রিতেশ শীল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিলোনিয়া পুর পরিষদের চেয়ারপার্সন নিখিল চন্দ্র গোপ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande