
আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত খলাবাড়ি এলাকায় স্বামী ও দুই সন্তানকে রেখে আবারও নিখোঁজ হলেন এক গৃহবধূ। ঘটনার পরিপ্রেক্ষিতে উদ্বিগ্ন স্বামী সঙ্গীতা ভীলের খোঁজে বামুটিয়া পুলিশ ফাঁড়ির দ্বারস্থ হন।
পরিবার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরেই গৃহবধূ সঙ্গীতা ভীলের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মহিলার স্বামী জানান, অতীতেও ব্যক্তিগত কলহের জেরে তিনি একাধিকবার বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন, তবে প্রতিবারই কিছুদিনের মধ্যে দেখা মিলত। কিন্তু এবার কোনও রকম যোগাযোগ না থাকায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।
দুটি সন্তানের মা সঙ্গীতার নিখোঁজ হওয়ায় পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। স্থানীয় মহল ও প্রতিবেশীদের মধ্যেও ছড়িয়েছে চাঞ্চল্য। স্বামী বিস্তারিত ঘটনার বর্ণনা দিয়ে সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে দ্রুত উদ্ধার অভিযানের আবেদন জানিয়েছেন।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন স্থানে গৃহবধূ নিখোঁজের ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ছে। সমাজবিশেষজ্ঞদের মতে, এ ধরণের ঘটনা এখন এক ধরনের সামাজিক ব্যাধিতে রূপ নিচ্ছে। খলাবাড়ির এই ঘটনার জেরেও তীব্র আলোড়ন তৈরি হয়েছে পুরো এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ মহিলার খোঁজে তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ