আগরতলায় শিশু চুরির চেষ্টা, ১৫ ঘণ্টার তল্লাশির পর সহৃদয় মহিলার উদ্যোগে উদ্ধার এক বছরের সুরজ
আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সন্ধ্যায় শিশু বিহার স্কুল সংলগ্ন একটি যাত্রী শেড থেকে এক বছরের শিশু সুরজ সিং-কে ছিনতাই করা হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খবর পেয়েই এক মহিলা আইনজীবীর
শিশু উদ্ধার


আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। বুধবার সন্ধ্যায় শিশু বিহার স্কুল সংলগ্ন একটি যাত্রী শেড থেকে এক বছরের শিশু সুরজ সিং-কে ছিনতাই করা হলে নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন। খবর পেয়েই এক মহিলা আইনজীবীর সহায়তায় পশ্চিম আগরতলা থানাসহ রাজধানীর সবকটি থানার পুলিশ একযোগে রাতভর তল্লাশি অভিযান চালায়। প্রায় ১৫ ঘণ্টার তল্লাশির পরও কোনও হদিস মিলছিল না শিশুটির।

অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ আগরতলা রেল স্টেশনে এক সহৃদয় মহিলা এক ব্যক্তির কোলে শিশুটিকে দেখতে পান। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত পশ্চিম আগরতলা থানায় খবর দেন। সঙ্গে সঙ্গে পুলিশ রেল স্টেশনে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে।

এদিন দুপুরে পশ্চিম আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জি সংবাদমাধ্যমকে জানান, শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এবং সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। বর্তমানে মায়ের কোলে ফিরেছে সুরজ। তবে কে শিশুটিকে নিয়ে গিয়েছিল, কীভাবে সে রেল স্টেশনে পৌঁছল—এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির স্পষ্ট জবাব দিতে পারেননি ওসি। তাঁর বক্তব্যে রহস্য এড়িয়ে যাওয়ার প্রবণতা লক্ষ্য করায় বিভিন্ন মহলে শুরু হয়েছে গুঞ্জন।

থানায় শিশুটিকে দেখে আবেগঘন দৃশ্য দেখা যায়। এক মহিলা পুলিশ আধিকারিকের কোল থেকে ঝাঁপিয়ে পড়ে মায়ের কাছে ছুটে যায় সুরজ। থানার কর্মীরাও আদর ও ভালোবাসায় ভরিয়ে দেয় ছোট্ট শিশু সুরজ সিং-কে। তবে শিশু চুরির চেষ্টা সংক্রান্ত এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande