
আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের ওপর ধারাবাহিক নির্যাতনের প্রতিবাদে রাজধানী আগরতলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করল ‘আমরা বাঙালি' দল। উড়িষ্যায় সাম্প্রতিক নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ থেকে দলের নেতৃত্ব অভিযোগ করেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিহার, মুম্বই, গুজরাট ও সর্বশেষ উড়িশায় বাঙালিদের ওপর চূড়ান্ত হেনস্থা চলছে। কোথাও তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও করা হচ্ছে শারীরিক ও মানসিক নির্যাতন। এই পরিস্থিতিকে তারা ‘অসহনীয়’ বলে মন্তব্য করেন।
দলের রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন, স্বাধীনতা আন্দোলনের প্রেরণা হিসেবে কাজ করা ‘বন্দে মাতরম’, ‘জয় হিন্দ’—এসব স্লোগান আজ দেশজুড়ে নিষিদ্ধ করার চেষ্টা চলছে। একইসঙ্গে তিনি প্রধানমন্ত্রীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সংসদে দাঁড়িয়ে সাহিত্য-সম্রাট বঙ্কিমচন্দ্রকে অবমাননা করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত।”
তিনি আরও বলেন, দেশভাগের পর পাঞ্জাবিরা পুনর্বাসন পেলেও বাঙালিরা আজও পায়নি। অথচ বাঙালিরাই দেশের ভূমিপুত্র এবং স্বাধীনতার রূপকার—এই দাবি তুলে সাংবিধানিক অধিকার রক্ষায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।
বক্তব্যের শেষে গৌরাঙ্গ রুদ্রপাল অভিযোগ করেন, বাঙালিদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনা বাড়লেও কংগ্রেস, সিপিআই(এম) বা বিজেপি—কোনও রাজনৈতিক দলই মুখ খুলছে না। তাদের এই নীরব ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ