সিএএ বিরোধিতায় ত্রিপুরায় টিএসএফ-এর কালো দিবস পালিত
আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হওয়ার ছয় বছর পূর্তিতে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে কালো ব্যাজ ও প্ল্যাকার্ড নিয়
প্রতিবাদ বিক্ষোভ


আগরতলা, ১১ ডিসেম্বর (হি.স.) : নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) পাস হওয়ার ছয় বছর পূর্তিতে দিনটিকে কালো দিবস হিসেবে পালন করল তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন (টিএসএফ)। বৃহস্পতিবার রাজধানী আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে কালো ব্যাজ ও প্ল্যাকার্ড নিয়ে সংগঠনের কর্মী-সমর্থকরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

২০১৯ সালের ১১ ডিসেম্বর সিএএ পাস হওয়ার পর থেকেই উত্তর পূর্ব ভারতের বিভিন্ন জনজাতি সংগঠন আইনটির বিরোধিতা করে আসছে। নর্থইস্ট স্টুডেন্টস অর্গানাইজেশন (এনইএসও), যার একটি অংশ টিএসএফ, প্রতিবছর এই দিনটিকে কালো দিবস হিসেবে পালন করে। তাদের অভিযোগ—সিএএ উত্তর-পূর্বাঞ্চলের স্বার্থ, ভাষা ও সংস্কৃতির ওপর প্রভাব ফেলতে পারে।

এদিন টিএসএফ নেতৃত্ব জানান, এনইএসও-র আহ্বানে উত্তর পূর্বাঞ্চলের সব রাজ্যেই সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলি কালো দিবস পালন করছে। সেই ধারাবাহিকতায় ত্রিপুরাতেও টিএসএফ প্রতিবাদ কর্মসূচি নিয়েছে বলে তারা জানান।

রাজধানীর পাশাপাশি ধলাই, গোমতী, উত্তর ও দক্ষিণ ত্রিপুরার বিভিন্ন স্থানেও টিএসএফ কর্মী ও সমর্থকরা কালো ব্যানার হাতে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। সারাদিনের কর্মসূচি ঘিরে রাজ্যের কোথাও কোনও অশান্তি বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande