
রাজগঞ্জ, ১১ ডিসেম্বর (হি. স.) : জলপাইগুড়ির রাজগঞ্জের মিলনপল্লী এলাকার দুই শহিদের স্মরণে শহিদ দিবস পালন করলো বিজেপি। গজলডোবা পুলিশ ফাঁড়ির পাশে রয়েছে এই শহিদ বেদী । সেখানেই প্রতিবছর দুই শহিদের স্মরণে অনুষ্ঠান করা হয়।
বিজেপি সূত্রে জানা গিয়েছে , ১৯৯৮ সালে ভোটের ময়দানে একদিকে সিপিএম এবং অন্যদিকে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের জোট ছিল। সেবছর ১১ ডিসেম্বর রাজনৈতিক সংঘর্ষে মানিক মন্ডল ও পদ্মলাল সরকারের মৃত্যু হয়। এরপর থেকে বিজেপি এই শহিদ দিবস পালন করছে। বৃহস্পতিবার শহিদ বেদীর পাশে মঞ্চ করে শহিদ দিবস পালন করে বিজেপি।
এদিন উপস্থিত ছিলেন বিজেপি জলপাইগুড়ি জেলা সম্পাদক দধিরাম রায়, বিজেপি উত্তর মণ্ডল সভাপতি অর্জুন মন্ডল, কিষাণ মোর্চার জেলা সভাপতি নকুল দাস, তপন দে, দেবাশিস দে, সন্তোষ রায় সহ অন্যান্যরা।
হিন্দুস্থান সমাচার / সোনালি