সমাজ মাধ্যমে মুক্তি পেল বর্ডার ২ - র টিজার
মুম্বই, ১৬ ডিসেম্বর ( হি. স.): অবশেষে মুক্তি পেল বলিউডের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি বর্ডার ২–এর টিজার । এর আগে সমাজ মাধ্যমে প্রকাশিত ছবির পরিচালক ও প্রযোজক মহলের তরফে থেকে বলা হয়েছিল , বিজয় দিবসের দিন মুক্তি পাবে ছবির টিজার । মঙ্গলবার সমাজ মাধ্যম
বর্ডার ২


মুম্বই, ১৬ ডিসেম্বর ( হি. স.): অবশেষে মুক্তি পেল বলিউডের অন্যতম বহু প্রতীক্ষিত ছবি বর্ডার ২–এর টিজার । এর আগে সমাজ মাধ্যমে প্রকাশিত ছবির পরিচালক ও প্রযোজক মহলের তরফে থেকে বলা হয়েছিল , বিজয় দিবসের দিন মুক্তি পাবে ছবির টিজার । মঙ্গলবার সমাজ মাধ্যমে টিজার মুক্তির সঙ্গে সঙ্গেই দর্শক মহলের উত্তেজনা বাড়ল আরও একধাপ। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ২৩ জানুয়ারি ।

ছবির টিজারে চার অভিনেতা সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এবং অহন শেঠিকে দেখা গেলো রণসজ্জায় । ছবির বেশ কিছু বিশেষ মুহূর্ত তুলে ধরা হলো টিজারে । ছবিটির পরিচালনা করছেন অনুরাগ সিং। আপামর দেশাত্মবোধ ছবির একমাত্র পটভূমি । বর্ডার এর সিক্যুয়েল হিসেবে বর্ডার ২ কতটা দর্শককে সন্তুষ্টি দিতে পারে , সেটাই এবারে দেখার বিষয় ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande