অপরাজেয় ধুরন্ধর , দৌড়ে পিছিয়ে কিস কিসকো প্যায়ার কারুন ২
মুম্বই, ১৬ ডিসেম্বর ( হি.স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশ
অপরাজেয় ধুরন্ধর


মুম্বই, ১৬ ডিসেম্বর ( হি.স.): সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। চিত্রনাট্য, পরিচালনা ও প্রাণবন্ত অভিনয়ে মুক্তির পর থেকেই ছবিটি সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রশংসা পেয়েছে ‘ধুরন্ধর’।

মঙ্গলবার বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির ১১–তম দিন অর্থাৎ সোমবার ছবিটি আয় করেছে ২৯ কোটি টাকা । এখনও পর্যন্ত সারা ভারতজুড়ে ছবিটির মোট আয় ৩৭৯.৭৫ কোটি টাকা। বিশ্বজুড়ে ছবিটির মোট আয় ৫৭৯.২৫ কোটি টাকা । চাভা' এবং 'কানতারা: চ্যাপ্টার ১ এর পর ধুরন্ধর অন্যতম ব্লকবাস্টার ছবিগুলির মধ্যে একটি।

অন্যদিকে , ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে কপিল শর্মার ছবি কিস কিসকো প্যায়ার কারুন ২। তবে মুক্তির পর চারদিন কাটলেও আশানুরূপ ফল পায়নি এই ছবি । বক্স অফিসের তরফে জানানো হয়েছে, মুক্তির চতুর্থ দিনে অর্থাৎ সোমবার ছবির আয় ৯০ লক্ষ টাকা । এর আগে তৃতীয় দিনে ২.৩ কোটি টাকা , দ্বিতীয় দিনে ২.৫ কোটি ও প্রথম দিনে আয় করেছে ১.৮৫ কোটি টাকা । এখনও পর্যন্ত ছবির মোট আয় ৮.১৫ কোটি টাকা । এই ফলাফল দেখে রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে পরিচালক ও প্রযোজক মহলে ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande